সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছিল ভারত। নানা সমীকরণের পর সেমিফাইনালেও খেলা পড়ে এই দুই দলের। তবে গ্রুপপর্বের মতো এই পর্যায়ের ম্যাচটিতেও খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স।
ডব্লিউসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বুধবার তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সেমিফাইনাল থেকে ভারত নিজেদের সরিয়ে নেওয়ায় সরাসরি ফাইনাল খেলবে পাকিস্তান। সেখানে তাদের মুখোমুখি হবে অন্য দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার কেউ।
ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বার্মিংহামের ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পারা।
এতে করে না খেলেই ফাইনালে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিরা।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তারাই আগামী ২ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণেই গত ২০ জুলাই গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত।
গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে কদিন যুদ্ধ হলেও বর্তমানে যুদ্ধ বিরতিতে আছে দুই দেশ।
বিডি প্রতিদিন/নাজিম