পুঁজিবাজারে আবার ব্যাপক দরপতন হয়েছে আদানি গ্রুপের। হিন্ডেনবার্গের প্রতিবেদনের জেরে আদানির শেয়ারের দাম এক ধাক্কায় অনেক পড়েছে। এদিকে সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুচের পদত্যাগের দাবি উঠেছে। দেড় বছরের ব্যবধানে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি নিয়ে দুই দিন আগে দুর্নীতির ব্যাপক অভিযোগ তোলে। এবারের অভিযোগে তারা বলে, আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারি ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’ তথা ‘সেবি’ প্রধানের! হিন্ডেনবার্গ রিসার্চের এ রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তাই আলোড়ন উঠেছে। অবশ্য হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ।
তারা দাবি করেন, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং এসব তাদের চরিত্রহনন করার জন্যই করা হচ্ছে। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে স্বশাসিত সেবির নিরপেক্ষ ভূমিকা নিয়েই উঠে গেল প্রশ্ন!
গতকাল আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৩.৫২% কমেছে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারও ২.১৪% কমেছে, আদানি পাওয়ারের দাম ৩.৩৯% হ্রাস পেয়েছে, আদানি গ্রিন এনার্জির শেয়ারও এদিন কমেছে।
এ ছাড়া আদানি উইলমারের শেয়ার ৩.০৪% হ্রাস পেয়েছে, আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ৪২.৭০ টাকা কমেছে (৪.৯৭%)। এ ছাড়া আদানি এনার্জি সলিউশনের শেয়ারও এই দিন ২.২০% হ্রাস পেয়েছে।