পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। দ্য নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত ‘গাজায় শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড’ শীর্ষক প্রবন্ধের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। খবর আলজাজিরার।
পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আবু তোহা লিখেছেন, ‘আমি কমেন্টারি লেখার জন্য পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি আশা নিয়ে আসুক। এটি একটি গল্প হোক।’
বিশ্লেষকেদের মতে, আবু তোহা তার কথাগুলো সম্ভবত তার সহকর্মী ফিলিস্তিনি কবি রেফাত আলারিরের প্রতি ইঙ্গিত করে বলেছেন। রেফাত আলারির ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরাইলি হামলায় নিহত হন।
ওই একই বছর গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন মোসাব আবু তোহা। পরে তাকে মিসর সীমান্তে ছেড়ে দেওয়া হয়। সেখার থেকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মোসাব তার প্রবন্ধে লিখেছেন, ‘গত বছর আমি অনেক মানুষ, অনেক জায়গা হারিয়ে ফেলেছি, যেগুলো আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।