হলিউডের জনপ্রিয় বয়োজ্যেষ্ঠ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ড্রামা মুভি 'দা জাজ'র প্রিমিয়ার হওয়ার মধ্য দিয়ে শুরু হলো ৩৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১১দিন ব্যাপী এ চলচ্চিত্র উৎসবে প্রায় ৩শ' টি মুভি প্রদর্শিত হবে। খবর বিবিসির
কানাডার টরন্টো শহরে অবস্থিত রয় থম্পসন হলে অনুষ্ঠিত 'দ্য জাজ'র গালা প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মুভিটির অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, রবার্ট ডুভাল ও ভেরা ফারমিগা।