রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় পাঁচ বছর ধরে পথচারী, ফকির, মিসকিন, রিকশাচালক, কুলি, দিনমজুরের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ, আম, কাঁঠাল, খেজুর ও শরবত। মসজিদ কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম গতকাল বলেন, মসজিদ কমিটির নিজস্ব টাকা দিয়ে ইফতারের আয়োজন করা হয়। তিনি বলেন, অনেক যাত্রী এবং পথচারী এ মসজিদে এসে ইফতার করতে পারে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তারা প্রতি বছর ইফতারির আয়োজন করে থাকেন। ইফতার বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন ১০-১৫ জন খাদেম। ইফতার করতে আসা সবাই পেট ভরে খেতে পারেন। তবে ভিন্ন চিত্রও দেখা যায়। স্টেশনের বিভিন্ন স্থানে বসে বয়স্ক মহিলা ও পুরুষ ভিক্ষা করছেন। তাদের মধ্যে কেউ কেউ আক্ষেপ করে বলেন, অনেক মসজিদে ইফতারি বেঁচে যায় খাওয়ার মানুষ থাকে না, আর কমলাপুর রেলস্টেশনের ভিক্ষুক, ফকির, মিসকিনরা না খেয়ে থাকে। তারা পথ চেয়ে থাকেন কোনো ব্যক্তি হয় তো তাদের ইফতারি অথবা টাকা-পয়সা দিয়ে যাবেন। কখনো তাদের ভাগ্যে খাবার জোটে। আবার কখনো শুধু পানি খেয়ে ইফতার করতে হয় তাদের। আবদুল গফুর মিয়া, বাড়ি ঝালকাঠি। দীর্ঘদিন ধরে কমলাপুর রেলস্টেশনে থাকেন। স্টেশনকেই নিজের বাড়ি-ঘর বলে মনে করেন। গতকাল আক্ষেপ করে তিনি বলেন, মানুষের সাহায্য নিয়েই তিনি বেঁচে আছেন। যেদিন সাহায্য পান খাওয়া হয়। আর না পেলে না খেয়ে থাকতে হয়। আলেক নামে এক বৃদ্ধা জানান, তিন বছর ধরে স্টেশনে আছেন। কেউ কিছু দিলে ইফতার করবেন। না দিলে পানি খেয়ে থাকবেন। জামেলা বেগম, বাড়ি নোয়াখালী। প্রায় ১৩ বছর ধরে স্টেশনে আছেন। উপার্জনের কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন আছেন। মহিলা বলে ইফতারির জন্য মসজিদে যেতে পারেন না। তাই ভিক্ষার টাকা দিয়েই ইফতার কিনতে হয়। মনির খান নামের এক ভিক্ষুক বলেন, ইফতার না পেলে কয়েকজন মিলে ইফতার কিনে খান। কথা হয় জামালপুরের রোজি, নান্দাইলের খাদিজাসহ বেশকিছু ফকির ও মিসকিনের সঙ্গে। জীবনের শেষ প্রান্তে এসে জীবিকার জন্য সংগ্রাম করতে হচ্ছে তাদের। বেঁচে থাকার এই যুদ্ধে কখনো কখনো তাদের পুলিশের মার খেতে হয়। পুলিশ তাদের স্টেশনে বসতে দেয় না বলে জানান।
শিরোনাম
- ফ্যাসিস্ট সরকার জনসংখ্যা ও মাথাপিছু আয় নিয়ে প্রতারণা করেছে : আমীর খসরু
- লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০
- বাংলাদেশের লক্ষ্য পুষ্টি সংবেদনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা : খাদ্য উপদেষ্টা
- স্বরাষ্ট্রের আলোচিত যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত
- ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
- নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই আগে দেখিয়েছে : প্রিন্স
- মাঝ-আকাশে হঠাৎ বন্ধ বোয়িং বিমানের ইঞ্জিন, মে ডে কল পাইলটের
- বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা
- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প
- মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
- বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
- শরীয়তপুরে ছামীম ও আয়মানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
- ডাকসুতে ভোট দিতে পারবেন না ছাত্রলীগের চিহ্নিত অপরাধীরা
- ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে বলল উত্তর কোরিয়া
- পেহেলগাঁও হামলায় জড়িত তিনজনকে হত্যার দাবি ভারতের
- জুতা ব্যবসায়ী হত্যায় দু'জনকে যাবজ্জীবন, ছয়জনকে ১০ বছরের দণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফেয়ারওয়েল অনুষ্ঠিত
- মরক্কোতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
- কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাচ্ছে ঝুলন্ত সেতু