শিরোনাম
শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

পিকটাইম বলে কিছু নেই

-ডা. মুশতাক হোসেন

পিকটাইম বলে কিছু নেই

করোনা সংক্রমণে পিক টাইম বলে কিছু নেই। এটা খোঁজারও কোনো যৌক্তিকতা নেই। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নিয়ন্ত্রণ করতে পারলেই ভাইরাস থেকে মুক্তি মিলবে। অন্যথায় সব মানুষ আক্রান্ত হবে। প্রাকৃতিকভাবে এটা কমার সুযোগ নেই। নিয়ন্ত্রণের মাধ্যমে যেদিন সংক্রমণ কমাতে পারব, সেদিনই মনে করতে হবে আমরা পিক সময় পার করেছি। মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনকে কথাগুলো বলেন মহামারী বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন। আইইডিসিআরের সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, সামনে কোরবানির ঈদ। গরুর হাট বসলে সংক্রমণের বিস্ফোরণ ঘটতে পারে। মাংস বণ্টনের সময়ও সংক্রমণ ছড়াবে। এ নিয়ে এখনই ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনকে আলেম-ওলামাদের নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতিতে কোরবানি না দিয়ে সেই টাকা অসহায়দের মধ্যে দান করে দেওয়া যায় কিনা সেটা দেখতে হবে। করোনার কারণে হজও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ঈদুল ফিতরে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হয়নি। সারা দেশের মানুষ ফেরিঘাটে জড়ো হয়েছেন। সেখান থেকে করোনা নিয়ে গ্রামে ফিরেছেন। সংক্রমণ বাড়িয়েছেন। তাই কোরবানির ঈদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়বার আক্রান্ত হয় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে তাদের শরীরে যে ভাইরাস পাওয়া গেছে তা মৃত। তবে বিষয়টি নিয়ে এখনো গবেষণা হয়নি। তাই নিশ্চিত করে কিছু বলা যাবে না। একবার আক্রান্ত হলে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও সেটা বেশিদিন থাকছে না। তাই একেবারে নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। এ ছাড়া অনেকেই বলছেন, নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মৃত্যু হার কম। মূলত যারা শ্রমজীবী তাদের অধিকাংশের বয়স ৫০ বছরের নিচে। তাদের প্রতিরোধ ক্ষমতা বেশি। বৃদ্ধ বাবা-মাকে তারা গ্রামে পাঠিয়ে দিয়েছেন। তাই মৃত্যু হার কম। প্রথমবার আক্রান্ত না হলেও করোনার পরবর্তী ঢেউ ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিলে কিন্তু প্রচুর শ্রমজীবী মানুষ মারা গেছেন। বাংলাদেশি প্রবাসীদের মৃত্যুহার অনেক বেশি।

 এটা নিয়ে আত্মতুষ্টির কারণ নেই। তিনি বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছে না। পরলেও কথা বলার সময় নামিয়ে কথা বলছে। কথা বলার সময় মাইক্রো ড্রপলেটের মাধ্যমে দ্রুত করোনা ছড়ায়। এখন উপসর্গ ছাড়া রোগী পাওয়া যাচ্ছে প্রচুর। আক্রান্ত হওয়ার পর উপসর্গ প্রকাশ পেতেও কয়েকদিন সময় লাগে। এই সময়ও সে রোগ ছড়ায়। বিষয়গুলো সরকারের পাশাপাশি আমাদেরও ভাবতে হবে। নিজের ও পরিবারের কথা ভেবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর