শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

সু চির দফতরে বোমা হামলা

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে অব্যাহত বিক্ষোভে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত এ সংখ্যা পৌঁছায় ৩২০-এ। এরপর গতকালও চার বিক্ষোভকারীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। এ দিন সু চির দফতরে লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা বোমা হামলার ঘটনাও ঘটিয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি।

প্রাপ্ত খবর অনুযায়ী, মান্দালয়ে সেনাবাহিনীর গুলিতে সাত বছরের শিশুর মৃত্যুর পর থেকেই কার্যত জনরোষের বিস্ফোরণ ঘটেছে মিয়ানমারে। গতকাল রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। তখন নিরাপত্তা বাহিনী গুলি চালালে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে গুলি চালায়  সেনারা। ‘অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল  প্রিজনার্স’-এর তরফে জানানো হয়েছে, শুরু থেকেই বিভিন্ন শহরে মারমুখী ছিল পুলিশ। মান্দালয়, মোনিওয়া, ইয়াঙ্গুনে অসংখ্য বিক্ষোভকারী গুলিতে আহত হয়েছেন। অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরেক খবরে বলা হয়, মান্দালয় এবং সাগাইং অঞ্চল থেকে শুরু করে কারেন ও শান প্রদেশসহ পুরো মিয়ানমারে আগের রাতভর হয়েছে  মোমবাতি মিছিল। শুক্রবার সকালে নাগরিক অসহযোগ আন্দোলনের ব্যানারেও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ছাড়াও একাধিক স্থানে বিক্ষোভ শুরু হয়। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৯০ শতাংশই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এএপিপি জানিয়েছে, ‘প্রতিদিনই মানবতাবিরোধী অপরাধ ঘটছে।’ অলাভজনক একটি গ্রুপের দাবি অভ্যুত্থানের পর থেকে প্রায় ৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। ২৫ মার্চ পর্যন্ত গ্রুপটি ৩২০ জনের মৃত্যুর  রেকর্ড নথিভুক্ত করেছে। নিহতদের মধ্যে এক-চতুর্থাংশকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশেই তাদের গুলি করা হয়েছে বলে সন্দেহ জোরালো হচ্ছে। নিহতদের প্রায় ৯০ শতাংশই পুরুষ। আর ৩৬ শতাংশের বয়স ২৪ বছরের কম। নিষেধাজ্ঞা : এদিকে মায়ানমা ইকোনমিক পাবলিক কোম্পানি লিমিটেড এবং মিয়ানমার ইকোনমিক করপোরেশন লিমিটেডের ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। এ নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান দুটির যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেন রাখতে পারবে না। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী, সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক বাহিনীর বর্বরোচিত দমন-পীড়নে সমর্থনকারীদের অর্থ প্রবাহ বাধাগ্রস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মায়ানমা ইকোনমিক পাবলিক কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যও। সু চির দফতরে হামলা : গণতন্ত্রের দাবি বিক্ষোভ থামাতে ও সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির ওপর নানা কৌশলে চাপ সৃষ্টি করছেন  সেনা শাসকরা। গতকাল ইয়াঙ্গুনে নেত্রী অং সান সু চির দলের সদর দফতরে বোমাবাজি করে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। ফলে আগুন ধরে যায় বিল্ডিংটিতে।

সর্বশেষ খবর