ঝিনাইদহ পৌরসভা এবং সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়ন পরিষদে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ১৫ মার্চ বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র ও দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদও শূন্য ঘোষণা করা হয়েছে। সীমানাসংক্রান্ত জটিলতায় টানা ১১ বছরের বেশি সময় ধরে এসব নির্বাচন আটকে ছিল। তবে দুটি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিরা নিজ পদ টিকিয়ে রাখতে নানামুখী টালবাহানা শুরু করেছেন। ক্ষমতা ধরে রাখতে ফের তারা উচ্চ আদালতে রিভিউ আবেদন করেছেন বলে জানা গেছে। জানা গেছে, ঝিনাইদহ পৌরসভা এবং সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়নে জনপ্রতিনিধিরা তাদের ক্ষমতা হস্তগত করার জন্য কূটকৌশল অবলম্বন করেন। তারা নির্বাচন আটকানোর পথ হিসেবে আদালতে সীমানা জটিলতার মামলা দায়ের করিয়ে দেন। এর ফলে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন মামলা থাকায় এসব ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন করাতে পারে না। অভিযোগ রয়েছে, এসব জায়গায় দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কারও কাছে জবাবদিহি থাকে না। ফলে অনিয়ম-দুর্নীতি বেড়ে গেছে। এ ছাড়া ক্ষমতার কাছে জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিতে সাহস পায় না। সম্প্রতি মামলার রায়ে নির্বাচন করার তাগিদ দিলে ঝিনাইদহ পৌরসভা ও দুটি ইউনিয়নে নতুন করে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেকে পোস্টার সাঁটানো ও করোনাকালে ভোটারদের মন জয় করতে নানা রকম সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু রায়ের বিরুদ্ধে ২৪ জুন নতুন করে রিভিউ আবেদন করায় সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা হতাশ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ