জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিচারে কলকাতার দুর্গাপূজাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর সম্মানে ভূষিত করা হয়েছে। বুধবার ইউনেস্কোর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, প্যারিসে ইউনেস্কোর বিশেষ কমিটির অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স।
খবরে বলা হয়, ১৩ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে এই অধিবেশন শুরু হয়েছে। এই সংস্থাটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। এর আগে বিশ্বজুড়ে সাংস্কৃতিক ঐতিহ্যের হিসেবে বিশ্বের মোট পাঁচটি দেশ ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, বলিভিয়ার উৎসবকে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। এবার সেই তালিকায় উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নাম। অধিবেশনের দ্বিতীয় দিনে কলকাতার দুর্গাপূজাকে এই বিরল সম্মানে ভূষিত করা হয়। সংগঠনটি তাদের ওয়েবসাইটে ঘোষণাটি প্রকাশ করে বলেছে, ‘ধর্ম ও শিল্পকলার মেলবন্ধনের একটি প্রকৃত উদাহরণ পশ্চিমবঙ্গের দুর্গোৎসব।’ জানা গেছে, ২০১৯ দুর্গোৎসবকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি দিতে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কলকাতার আদি বাসিন্দা সার্বন রায় চৌধুরীর পরিবারসহ উত্তর কলকাতার প্রাচীনতম দুর্গোৎসব কমিটিগুলোর আবেদনসহ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে রাজ্য সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইউনেস্কোর কাছে। সেই আবেদন মূল্যায়ন করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাদের বিচারেই ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ সম্মান পেল কলকাতার দুর্গাপূজা।