শিরোনাম
রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম । খালি চোখে বিরল দৃশ্য

একই সরলরেখায় পাঁচ গ্রহ

প্রতিদিন ডেস্ক

চলতি মাসজুড়ে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি- এই পাঁচটি গ্রহ একই সরলরেখায় রয়েছে। খালি চোখে দেখা যাবে এই বিরল দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচটি গ্রহই সূর্যের থেকে যেভাবে স্বাভাবিক নিয়মে বিন্যস্ত থাকে সেভাবেই থাকবে। এই পাঁচটি গ্রহের এক সরলরেখায় অবস্থান খালি চোখেই দেখা যাবে পূর্ব দিগন্তের কাছে। সূর্যোদয়ের ঠিক আগেই এই দৃশ্য দেখা যাবে। কারণ তারপর ক্রমশ এই দৃশ্য অস্পষ্ট হতে শুরু করবে। উত্তর গোলার্ধের বাসিন্দারা পূর্ব এবং দক্ষিণ দিকে এই গ্রহগুলোর বিন্যাস দেখতে পাবেন। আর দক্ষিণ গোলার্ধের বাসিন্দারা পূর্ব এবং উত্তর দিকে এই পাঁচটি গ্রহের একই সরলরেখায় অবস্থান দেখতে পাবেন। মহাকাশ বিষয়ক আমেরিকান জার্নাল স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, সারা জুন মাস ধরেই এই বিরল দৃশ্য দেখা যাবে। তবে এর মধ্যে কয়েকটি দিন বিশেষ গুরুত্বপূর্ণ। ৩ এবং ৪ জুন এই দুই দিন সকালে বুধ এবং শনি গ্রহের মধ্যে ব্যবধান সবচেয়ে কম থাকবে। মাত্র ৯১ ডিগ্রি। ২৪ জুন এই দিন সকালে পাঁচটি গ্রহের একই সরলরেখায় অবস্থান আরও স্পষ্টভাবে বোঝা যাবে। প্রায় এক ঘণ্টা ধরে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন আগ্রহীরা। এই দিন সকালে অন্যতম আকর্ষণ হবে শুক্র এবং মঙ্গলগ্রহের মাঝখানে থাকা চাঁদ। মেঘলা আকাশ থাকলেও এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। এভাবে একই সঙ্গে পাঁচটি গ্রহ একই সরলরেখায় বিন্যস্ত দেখার ঘটনা বেশ বিরল। এর আগে ২০০৪ সালের ডিসেম্বর মাসে খালি চোখে এমন দৃশ্য অর্থাৎ একই সরলরেখায় পাঁচটি গ্রহের অবস্থান দেখা গিয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর