শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে কালোমুখ হনুমান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে কালোমুখ হনুমান

বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে কালোমুখ হনুমান। কোথায় থেকে এসেছে কেউ বলতে পারছে না। হনুমানটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে কোনো বনে অবমুক্ত করার চেষ্টা করছে এলাকার লোকজন। সপ্তাহব্যাপী এ কালোমুখ হনুমানটিকে দেখা যাচ্ছে শহরতলির গোকুল এলাকায়। এই হনুমান একেক সময় একেক এলাকার বড় ও মাঝারি গাছে লাফঝাঁপ দিচ্ছে। লাফিয়ে বাড়িঘরের ছাদে ও টিনের চালায় ওঠে কিছুক্ষণ বসে পালিয়ে যায়। নামুজা, শহরতলির গোকুল, বাঘোপাড়া, ঠেঙ্গামারা, উপশহর, নিশিন্দারা, শাহপাড়ায় এই হনুমান দেখা যাচ্ছে। তবে এরা এক না একাধিক তা বলা যাচ্ছে না। এরা মানুষের কোনো ক্ষতি করছে না। গাছের কচিপাতা, কলা, মাঠের সবজি খাচ্ছে। কীভাবে এই কালোমুখ হনুমান বগুড়া অঞ্চলে এলো তা বুঝতে পারছে না এলাকার লোকজন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনভায়রনমেন্টের সাবেক সভাপতি মিজানুর রহমান জানান, কালোমুখ হনুমানের বাস যশোরের কেশবপুর ও মনিরামপুর এলাকায়। ওই এলাকা থেকে দলছুট হয়ে বগুড়া অঞ্চলে আসতে পারে। বগুড়া অঞ্চলে হনুমান নেই। যে হনুমান দেখা যাচ্ছে তা আমদানি হওয়া কোনো ফলের বা খাদ্যের ট্রাকে এসে কোনো স্থানে নেমেছে। বগুড়া এলাকায় গোকুল ও নিশিন্দারায় ছোট ও মাঝারি একেক ধরনের হনুমান দেখা যাচ্ছে। সম্ভবত পুরুষ ও স্ত্রী দুই শ্রেণির হনুমান আছে। এরা লম্বায় প্রায় ৩০ ইঞ্চি। উচ্চতা ২৪ ইঞ্চি। শরীর থেকে লেজ বেশি বড়। ওজন আনুমানিক ১০ থেকে ১২ কেজি। এদের কান, মুখ, পায়ের পাতা কালো। আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী আধ্যাপক ড. এস এম ইকবাল বলেন, কালোমুখের এই হনুমান যশোরে দেখা যায়। দলছুট হয়ে তারা এ অঞ্চলে আসতে পারে। এরা খুব নিরীহ প্রাণী। বাংলাদেশে এরা বিপন্ন প্রাণী।

সর্বশেষ খবর