বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাক্ষীদের অনীহায় থমকে বিচারকাজ

রামু হামলার ১১ বছর

কক্সবাজার প্রতিনিধি

গুজবের জের ধরে কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার ও বসতিতে সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে সাম্প্রদায়িক জঙ্গিরা একযোগে ১২টি বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালায়। এই ঘটনার বিচার কাজ আজও শেষ হয়নি। জানা গেছে, সাক্ষীদের সাক্ষ্যদানে অনীহার কারণে এ অবস্থা হয়েছে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু ও কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, ঘটনার ১০ বছর পার হয়ে গেছে। দীর্ঘসূত্রতার কারণে মামলার প্রথম দিকে যে গতি ছিল তা ভাটা পড়েছে। ভুক্তভোগীদের মধ্যে অনেকে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আর এগোতে চান না। সবকিছু যেন ঠিক হয়ে গেছে এমন ভাব সবার। যার কারণে মামলার কার্যক্রম থমকে আছে। এ অবস্থায় তিনি রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী সাক্ষীদের মধ্যে সমন্বয় করে মামলার সুরাহা প্রত্যাশা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছিল ১৯টি। এর মধ্যে পুলিশ বাদী হয়ে ১৮টি মামলা দায়ের করে। বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তি বাদী হয়ে অন্য একটি মামলা করলেও পরবর্তীতে বিবাদীদের সঙ্গে আপসনামায় নিষ্পত্তি হয়। বিচারাধীন ১৮টি মামলায় আদালতে সাক্ষী না আসায় বিচার প্রক্রিয়া নিয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রতা। ১৮টি মামলার চার্জশিটে কিছু ত্রুটি রয়েছে। এর মধ্যে তিনটি মামলা পুনঃ তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, সাক্ষীদের উপস্থাপনের মধ্য দিয়েই সব মামলা নিষ্পত্তি করে সংশ্লিষ্ট অপরাধীদের বিচার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ খবর