শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

নীলফামারী শিল্পকলা একাডেমি চত্বরে ফুল দেখে মুগ্ধ সবাই

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী শিল্পকলা একাডেমি চত্বরে ফুল দেখে মুগ্ধ সবাই

নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নানা রঙের ফুলের সমারোহ। সবুজ পাতার মাঝে অলকানন্দা, জবাসহ বিভিন্ন ফুল উঁিক দিচ্ছে। এখানে ফুটে থাকা হলুদ, লাল, সাদা, আকাশিসহ বিভিন্ন রঙের ফুলের সৌন্দর্যের কমতি নেই; যা দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। এখানে সারা বছর ফোটা ফুলের চারা রোপণ করা হয়েছে। অভিভাবক সুরভি আক্তার বলেন, নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে এলে সুন্দর অনুভূতির সৃষ্টি হয়। এখানে বিভিন্ন রঙের ফুল রয়েছে; যা সচরাচর দেখা যায় না। লাল ফুল আমরা ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করি। সাদা ফুল বন্ধুত্বের। আবৃত্তিশিল্পী মাশরাফি রহমান বলেন, শিল্পকলা একাডেমির চারদিক ফুলের সৌরভে মাতোয়ারা।

জেলা শিল্পকলা একাডেমির অফিস সহকারী আশিকুর রহমান বলেন, এটি আমাদের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার জায়গা। এখানকার পরিবেশ শিক্ষার্থী অভিভাবকদের যেন ভালো লাগে, সেজন্য ফুলের চারা রোপণ করা হয়েছে। আমরা সবাই মিলে এ বাগানটি পরিচর্যা করি।

নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান বলেন, বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ পুষ্পকানন নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ খবর