আকস্মিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট ধ্বংসাত্মক কর্মসূচির ফলে দেশের সংকট সময়ে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য আরও বড় ধরনের ধাক্কা খেয়েছে। সামষ্টিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য উল্টোপথে হাঁটছে। এ অচলাবস্থার ১০-১২ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিশেষ করে হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় দেশে ও দেশের বাইরের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যা এখনো পুরোপুরি সচল হয়নি। ব্যবসা-প্রতিষ্ঠানগুলো খোলা হলেও চলমান কারফিউ ও চলাচলে বিধিনিষেধের কারণে উৎপাদন, বিপণন এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
এতে দেশের সামষ্টিক অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে। ফলে বিদেশি বায়ার ও স্টেকহোল্ডারদের কাছে খুব বড় ধরনের রং সিগন্যাল যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন মানিক মুনতাসির ও আলী রিয়াজ