সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল (ব্লক) করে দিয়েছে নির্বাচন কমিশন। জালিয়াতির অভিযোগে তাদের চারটি এনআইডি বাতিল করা হয়।
গতকাল ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য জানিয়ে বলেন, হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করায় ওই সব এনআইডির কোনো সুবিধা দেশে আর মিলবে না। হারিছ ও জোসেফ নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন বলে অভিযোগ উঠেছিল।
হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে। এখন তাদের চারটি এনআইডিই বাতিল করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে। ফলে এনআইডি যাচাই-সংক্রান্ত কোনো সেবা আর তারা পাবেন না। হারিছ ও জোসেফের মিথ্যা তথ্য দিয়ে এনআইডি পরিবর্তনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে এসেছে জানিয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, এর সঙ্গে যারাই জড়িত থাকুক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।