পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বিশেষ কোনো ধর্মাবলম্বি মানুষ মুক্তিযুদ্ধ করেনি। বাঙালি জাতি সে যে ধর্মেরই হোক না কেন তারা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সকল বাঙালি এক। এখানে মাইনরিটি বলতে কিছু নেই।
রবিবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সদর আসনের এমপি জাহিদ ফারুক আরও বলেন, মুসলমান-হিন্দু খ্রিস্টান-বৌদ্ধ সবাই মিলে এই দেশটা স্বাধীন করেছে। এখানে সবাই বাংলাদেশী। নিজেদের মাইনরিটি না ভেবে সবাইকে বুক ফুঁলিয়ে চলার আহ্বান জানান তিনি।
সভায় সংরক্ষিত সংসদ সদস্য শামীমা আক্তার খানমসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল