২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৩৭

প্রতিবন্ধীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি :

প্রতিবন্ধীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রতিবন্ধীদের আধুনিক শিক্ষায়  শিক্ষিত করতে কাজ করছে সরকার। তাদের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। চাকরিতে তাদের জন্য বিশেষ কোটা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধু দেশে নয়, বিশ্ব জুড়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার দেশের মানুষের কল্যাণে কাজ করতেই জন্ম নিয়েছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পরিবার দেশের সম্পদ ও এতিমের টাকা লুট করতে জন্ম নিয়েছেন।
 
সোমবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোনিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলারদোনিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব কুমার দাস, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা স্বপন, ইউপি চেয়ারম্যান হাসানাত ডালিম প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর