আন্তর্জাতিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবের সম্প্রতি ঢাকার রাস্তায় তাদের কার্যক্রম শুরু করেছে। কিন্তু শুরুতেই বিতর্কে জড়াল উবের। সরকারের অনুমতি না নেওয়ায় 'উবের'কে অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বেশ কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছে, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে গাইডলাইন অনুযায়ী। ২০১০ সাল অনুযায়ী কোনো কম্পানি পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটিএ'র মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। তবে উবের কর্তৃপক্ষ সেই অনুমোদন নেয়নি বলে বিআরটিএ তাদের ঘোষণায় উল্লেখ করেছে।
অনলাইনভিত্তিক ট্যাক্সি সার্ভিস 'উবের' সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। যা মোটরযান আইন ও বিধির পরিপন্থী। এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে 'উবের'কে বিরত থাকার জন্য বলেছে বিআরটিএ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উবের অ্যাপ ব্যবহার করে বেশ সহজে ট্যাক্সি ভাড়া করা যায়। এর জন্য অ্যাপল স্টোর বা গুগল প্লে থেকে ফ্রি উবের অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে সাইন আপ করে গন্তব্য নির্বাচন করতে হয় এর কিছুক্ষণের মধ্যেই একজন চালক ট্যাক্সি নিয়ে পৌঁছে যায় গ্রাহকের কাছে।
বিশ্বের ৭৪টি দেশের ৪৫০টি শহরে উবের সুবিধা রয়েছে। শহরগুলোতে প্রতিদিন গড়ে ৫০ লাখেরও বেশিবার উবের ব্যবহার করে ট্যাক্সি ভাড়া করা হয়।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৬/হিমেল