যুক্তরাষ্ট্রের অর্থে বিশ্বের গণতন্ত্র, রাজনৈতিক স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে গবেষণাকারি প্রতিষ্ঠান ‘ফ্রিডম হাউজ’র চলতি বছরের ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’ রিপোর্টেও গত বছরের মতো বাংলাদেশকে ‘আংশিক মুক্ত/স্বাধীন’র (পার্টলি ফ্রি) ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছরের পরিস্থিতি আরো খারাপ হিসেবে অভিহিত করা হয়েছে। এই রিপোর্টে ৩টি ক্যাটাগরিতে সমানভাবে বাংলাদেশ ১৫ পয়েন্ট পেয়েছে।
অর্থাৎ গণতান্ত্রিক স্বাধীনতায় -৫, রাজনৈতিক অধিকার-৫ এবং মানবাধিকার-৫। এসব ক্যাটাগরিতে যত কম নম্বর পাওয়া যায়, সে দেশ তত স্বাধীন। এক্ষেত্রে ভারত পেয়েছে ৭, ভুটান-১০.৫, নেপাল-১০.৫, শ্রীলংকা-১০.৫, পাকিস্তান-১৫ এবং আফগানিস্তান ১৬.৫।
৩ ক্যাটাগরিতে ১.০ থেকে ২.৫ পর্যন্ত প্রাপ্তদের ফ্রি, ৩.০ থেকে ৫.০ পর্যন্ত পার্টলি ফ্রি এবং ৫.৫ থেকে ৭.০ পর্যন্ত প্রাপ্তদের নট ফ্রি হিসেবে চিহ্নিত করা হয়।
৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে বার্ষিক এ রিপোর্ট। ১৯৯৮ সাল থেকেই বাংলাদেশকে ‘পার্টলি ফ্রি’ রাষ্ট্রের ক্যাটাগরিতে চিহ্নিত করেছে ফ্রিডম হাউজ। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ১২। ২০১৫ সাল থেকেই ১২ ছিল। ২০১৪ সালে ছিল ১০.৫। ১৯৯৮ সালেও ১০.৫ ছিল।
ফ্রিডম হাউজের এই রিপোর্ট প্রসঙ্গে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি-কলেজের অর্থনীতির অধ্যাপক ড. ফাইজুল ইসলাম এনআরবি নিউজকে বলেন, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা পাশ্চাত্যের গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে তুলনা করা সমীচিন হবে না। বাংলাদেশকে চীন, রাশিয়া, সিরিয়া, ইরাক, পাকিস্তানের মত রাষ্ট্রের কাতারে দেখতে হবে। এসব রাষ্ট্রও নিজেদেরকে গণতান্ত্রিক হিসেবে দাবি করে। অথচ প্রায় সবকটিতেই একদলীয় শাসন-ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশে এতদিন বহুদলীয় ব্যবস্থা দেখা গেলেও বর্তমানে তা একদলীয় শাসন ব্যবস্থায় চলে যাবার উপক্রম হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক অবস্থার ওপর বিশেষভাবে দৃষ্টিরাখা অধ্যাপক ড. ফাইজুল আরো উল্লেখ করেন, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানের ধারায় অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে ফ্রিডম হাউজের দৃষ্টিতে ‘নট ফ্রি’ তথা কোনভাবেই ‘স্বাধীন নয়’ ক্যাটাগরিতে চলে যাবে। ড. ফাইজুল বলেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, জাতীয়তা এবং সমাজতন্ত্র-এই ৪টি মূলভিত্তির উপর ১৯৭১ সালে বাঙালিরা মুক্তিযুদ্ধ করে দেশটি স্বাধীন করেছে। কিন্তু এসব মূলনীতি থেকে এখন অনেক দূরে সরে পড়েছে বাংলাদেশ-যা কারোরই কাম্য নয়।
বিডি প্রতিদিন/হিমেল