ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনাবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, গত ৫৩ বছরে আদর্শ নেতা না থাকার কারণে বাংলাদেশের জনগণ আদর্শ শেখেনি। প্রশাসনেরও একই অবস্থা। দেশের নেতাদের আখলাক এতটাই খারাপ যে, দেশের মানুষ আদর্শবান হয়নি। এতে নেতাদের কোনো দোষ নেই। জনগণই তাদের ভাগ্য পরিবর্তন করতে চান না। গতকাল বিকালে বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এয়ারপোর্ট থানা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বরিশালে যত মেয়র ছিল সবাই বড় বড় দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত যদি নেতা হয় তাহলে জনগণও দুর্বৃত্ত হবে।
ডাকাত জালেমকে ক্ষমতায় বসিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। এতদিন সোনার বাংলা সবুজ বাংলা, ডিজিটাল বাংলা দেখেছেন, এখন ইসলামী বাংলা দেখেন। যদি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তবে গরিব থেকে শুরু করে প্রতিটা পেশার মানুষ অধিকার পাবে ইনশাআল্লাহ। সব ধর্মের সব নাগরিকের অধিকার বাস্তবায়ন হবে। ইসলামী তরিকায় দেশ পরিচালনা করতে পারলে দেশে শান্তি ফিরবে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এয়ারপোর্ট থানার সভাপতি মুহাম্মদ সুলতান আহমেদ।