২৪ মে, ২০২০ ১১:০৩

লকডাউনে থাকা প্রবাসীদের পাশে বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর

সিঙ্গাপুর প্রতিনিধি:

লকডাউনে থাকা প্রবাসীদের পাশে বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর

সিঙ্গাপুরে আগামিকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এবার এক অন্য রকম ঈদ উদযাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর প্রবাসীরা। করোনা পরিস্থিতির কারনে অনেক প্রবাসী রয়েছে লকডাউনে, ফলে কোনো আয়োজন নেই বল্লেই চলে।

বেশ কিছু ডরমিটরি সম্পূর্ণ লকডাউনে থাকায় সিঙ্গাপুর সরকার এবং অনেকে ব্যক্তিগত উদ্যেগে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ঈদের বাজার। সিঙ্গাপুর বিজনেস চেম্বারের (বিডি চ্যেম) পক্ষ থেকে যে সব প্রবাসীরা ঈদের বাজার করতে পারছেনা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঈদ বাজার।

রবিবার ঈদের আগেরদিন পর্যন্ত বেশকিছু প্রবাসীকে বিডি চ্যেমের সদস্যরা পৌঁছে দিয়েছেন ঈদের বাজার। এর মধ্যে সেমাই চিনি, দুধ, চাউল, ডাল, তেলসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। বিডি চ্যেমের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জানান, এর আগে পবিত্র রমজান উপলক্ষে হসপিটালে থাকা করোনায় আক্রান্ত প্রবাসী বাংলাদেশীদের কাছে জায়নামাজ এবং ভিবিন্ন  হোটেলে থাকা প্রবাসীদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয় বিডি চ্যেমের পক্ষ থেকে। ঈদ উপলক্ষে যারা বিডি চ্যেমের সাথে যোগাযোগ করেছেন তাদের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

তিনি আরো জানান, সিঙ্গাপুরে এক লক্ষের বেশি  প্রবাসী বসবাস করছে। আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারবো না। তবে যারা যোগাযোগ করছেন তাদের কাছে আমাদের সদস্যরা নিজে গিয়ে পৌঁছে দিচ্ছেন। 

সিঙ্গাপুর সরকারের পাশাপাশি অনেকগুলো বেসরকারি এনজিও প্রবাসীদের জন্য কাজ করছেন। লকডাউনে থাকা অনেককেই ঈদ উপলক্ষে লুঙ্গি, পাঞ্জাবি টুপি জায়নামাজ দেওয়া হয়েছিল। প্রবাসীরা সিঙ্গাপুর সরকারের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর