২৮ জানুয়ারি, ২০২০ ১৪:৩৮

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের পরিবেশ বিনষ্টের চেষ্টা করা হচ্ছে: তাপস

অনলাইন ডেস্ক

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের পরিবেশ বিনষ্টের চেষ্টা করা হচ্ছে: তাপস

ফাইল ছবি

আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে বলে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ শুরুর আগে উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

কোনোভাবেই যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় জানিয়ে ব্যারিস্টার তাপস আরও বলেন, কোনো সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে। আমি নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ করবো, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর