সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

রিভিউ চাচ্ছেন বিরাট কোহলি

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩১৮ রান। আর ভারতের দরকার আট উইকেট। বিশাখাপত্তম টেস্টের শেষ দিনে যেন অপেক্ষা করছে রোমাঞ্চ।

দ্বিতীয় ইনিংসে গতকাল ২০৪ রানেই গুটিয়ে যায় ভারত। বড় লিড হয়ে যায় ৪০৪ রানের। দুই ইনিংস বোলার স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ ৪টি করে উইকেট নিয়েছেন।

গতকাল ৪০৫ রানের জয়ের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ইংলিশদের। কিন্তু শেষ বিকালেই ছন্দপতন হয়ে যায়। ১২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেছে সফরকারীরা। ৭৫ রানে হামিদের বিদায়ের পর শেষ গতকাল শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। উইকেট দুটি না পড়লে আজ এগিয়ে থেকেই ব্যাট করতে নামতে পারতো ইংলিশরা। তবে শেষ দিনে ইংলিশদের জয়ের সম্ভাবনা থাকলেও সেটা খুবই কঠিন পথ। কেননা ব্যাটিং করতে হবে ওয়ানডে স্টাইলে। তবে আজ হয়তো ম্যাচ ড্রর কথাই চিন্তা করবে তারা। জয়ের কথা ভাবতে দ্রুত অলআউট হওয়ার সম্ভাবনাও থাকবে। সেক্ষেত্রে ভারতের জয়ের রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। নিতে হবে কেবল আট উইকেট।

সর্বশেষ খবর