দক্ষিণ আফ্রিকা সফরে পুরোপুরি বিধ্বস্ত হল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও লড়াই করতে পারলেন না রুমানারা। গতকাল ব্লোমফন্টেইনে সিরিজের শেষ ম্যাচেও হারল ৬ উইকেটের বড় ব্যবধানে। সব মিলিয়ে একতরফা সিরিজের সবগুলোতে হেরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মহিলা ক্রিকেট দল। সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে জিতেছিলেন রুমানারা। এরপর মূল মঞ্চে নেমে খেই হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। প্রথম ওয়ানডেতে হারে ১০৬ রানে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রানের জবাবে ১৬৪ রানে গুটিয়ে যায় মহিলারা। দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হয়ে হেরে যায় ৯ উইকেটে। তৃতীয় ম্যাচেও হার মানে ৯ উইকেটে। এই ম্যাচে রান করে ৭২। চার নম্বর ওয়ানডেতে স্বাগতিকদের ২৩০ রানের জবাবে রুমানারা গুটিয়ে যান মাত্র ৭৬ রানে। টানা তিন ম্যাচে মহিলা দলের স্কোর ছিল শয়ের নিচে। গতকাল পাঁচ নম্বর ম্যাচে প্রথমবারের মতো পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৬ রান করে। অধিনায়ক রুমানা সর্বোচ্চ ৭৪ রান করেন ১২৩ বলে ৭ চারে। ক্যারিয়ারে এটা তার চার নম্বর হাফসেঞ্চুরি। সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমে উইকেটরক্ষক শারমিন সুলতানা করেন ৫৩ রান। স্বাগতিক ওপেনার ওলভার্টের ৭০ রানে ভর করে ১৫ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
হোয়াইটওয়াশ রুমানারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর