মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

হোয়াইটওয়াশ রুমানারা

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরে পুরোপুরি বিধ্বস্ত হল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও লড়াই করতে পারলেন না রুমানারা। গতকাল ব্লোমফন্টেইনে সিরিজের শেষ ম্যাচেও হারল ৬ উইকেটের বড় ব্যবধানে। সব মিলিয়ে একতরফা সিরিজের সবগুলোতে হেরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মহিলা ক্রিকেট দল। সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে জিতেছিলেন রুমানারা। এরপর মূল মঞ্চে নেমে খেই হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। প্রথম ওয়ানডেতে হারে ১০৬ রানে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রানের জবাবে ১৬৪ রানে গুটিয়ে যায় মহিলারা। দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হয়ে হেরে যায় ৯ উইকেটে। তৃতীয় ম্যাচেও হার মানে ৯ উইকেটে। এই ম্যাচে রান করে ৭২। চার নম্বর ওয়ানডেতে স্বাগতিকদের ২৩০ রানের জবাবে রুমানারা গুটিয়ে যান মাত্র ৭৬ রানে। টানা তিন ম্যাচে মহিলা দলের স্কোর ছিল শয়ের নিচে। গতকাল পাঁচ নম্বর ম্যাচে প্রথমবারের মতো পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৬ রান করে। অধিনায়ক রুমানা সর্বোচ্চ ৭৪ রান করেন ১২৩ বলে ৭ চারে। ক্যারিয়ারে এটা তার চার নম্বর হাফসেঞ্চুরি। সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমে উইকেটরক্ষক শারমিন সুলতানা করেন ৫৩ রান। স্বাগতিক ওপেনার ওলভার্টের ৭০ রানে ভর করে ১৫ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর