মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

একই ভুল কেন বারবার হচ্ছে?

বুঝতে পারছেন না ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

একই ভুল কেন বারবার হচ্ছে?

একটি-দুটি নয়, টানা ৫টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে তামিম ইকবালরা পা রাখেন জিম্বাবুয়েতে। ২০২১ সালের জুলাইয়ে হারারেতেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলেন তামিমরা। এক বছরের ব্যবধানে চিত্রটি পুরোপুরি বিপরীত। প্রথম দুটি ওয়ানডে হেরে এখন সিরিজ হোয়াইটওয়াশের শঙ্কায় ভুগছে তামিম বাহিনী। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। হেরে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে টাইগাররা। টি-২০ সিরিজের পর ওয়ানডেতেও টাইগারদের একাই ধ্বংস করেছেন সিকান্দার রাজা। সিরিজ হারের পর হতাশ টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। ম্যাচ শেষে মিডিয়ার মুখোমুখিতে টাইগার কোচ স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেটাররা বারবার একই ভুল করছেন। এ সিরিজ হার থেকে আগামী বিশ্বকাপের অনেক কিছুই শেখার আছে। ডোমিঙ্গো বলেন, ‘গত দেড় বছরের পারফরমেন্সে ওয়ানডে দলের সমালোচনা করা কঠিন। দারুণ কিছু জয় পেয়েছে ওরা। তবে ব্যাটিং ও বোলিংয়ে এখনো অনেক কাজ করার আছে। জিম্বাবুয়ে করেছে ৪টি সেঞ্চুরি। আমাদের ৩০, ৪০ রানের ইনিংস আছে, ৫০ আছে। কিন্তু শত রান করতে হবে, ম্যাচ জেতানো ইনিংস লাগবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা বারবার একই ভুল করছি।’

জিম্বাবুয়ে টি-২০ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ওই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাজা। টি-২০-তে হারলেও গত ৫টি ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাসে ফেবারিট হয়ে খেলতে নেমেছে তামিম বাহিনী। কিন্তু ব্যাটিং ও বোলিংয়ের পারফরমেন্স ভালো নয়। প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও হেরে যায়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরে গেলেও দলের সমালোচনা করতে নারাজ টাইগার কোচ, ‘সিরিজ থেকে আমাদের কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দারুণ কিছু শিক্ষা হয়েছে। বিশ্বকাপের এখনো দেড় বছর বাকি। সৌভাগ্যবশত, এ খেলাগুলোর পয়েন্ট যোগ হবে না। তাই এ সিরিজকে দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে নিতে হবে।’

সর্বশেষ খবর