সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নকআউটে কেউ দুর্বল নয়

প্রতি বিশ্বকাপ ফুটবলে অঘটন ঘটে। তবে কাতারে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলা যায়। এবারের বিশ্বকাপ শুরু হয়েছে অঘটন দিয়ে। কেউ কি ভেবেছিলেন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যাবে। কিংবা জাপান দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনের বিপক্ষে জয় পাবে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স হারল কিনা তিউনিশিয়ার কাছে। ক্যামেরুনও হারিয়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সুতরাং কেউ কি নিশ্চয়তা দিতে পারবে ব্রাজিল আজ নকআউটে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। ব্রাজিল এবার একের পর এক ইনজুরির শিকার হচ্ছে। নেইমার ফিরবেন কিনা তার কোনো ঠিক নেই। জেমসও আউট। এত কিছু পরও আজকের ম্যাচে ব্রাজিল ফেবারিট। তারপরও ব্রাজিল জিতলেই এমন কথা বলতে পারব না। নকআউট বা শেষ ষোলোতে যারা খেলছে কেউ দুর্বল নয়। যোগ্যতা দিয়েই তারা এ পথে এসেছে। তাছাড়া দক্ষিণ কোরিয়া এমন এক দল যে তারা কখন কি করে বসে বলা যায় না।

সর্বশেষ খবর