বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আরেক হ্যাটট্রিক শিরোপার অপেক্ষায় কিংস

বসুন্ধরা কিংস : ১২ : ০ কুমিল্লা ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক

আরেক হ্যাটট্রিক শিরোপার অপেক্ষায় কিংস

নতুন দল হিসেবে পেশাদার ফুটবল লিগে টানা তিন বা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। এবার নারী লিগেও ইতিহাস গড়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস। গত দু’আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা। আর দুটি ম্যাচ জিতলেই দুই লিগে হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব অর্জন করবে কিংস। গতকাল বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগে কিংস গোল বন্যায় ভাসিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১২-০ গোলে জয় পেয়েছে। এক তরফা এ ম্যাচে ১৮, ২৬ ও ৪৫ মিনিটে তিন গোল করেন সানজিদা। সিরাত জাহান স্বপ্না ও মার্জিয়া ২টি করে গোল করেন। সাবিনা, শেলি, মারিয়া, মাসুরা ও রূপনা চাকমা ১টি করে গোল করেন।

দিনের আরেক ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ ৮-০ গোলে হারায় ব্রাহ্মণবাড়িয়া এফসিকে। বিজয়ী দলের রিপা, মাহফুজা ২, কুটি, স্বপ্নারাণী, নওশন ও মিরোয়া ১টি গোল করেন। বসুন্ধরা ও আতাউর রহমান সমান তালে এগিয়ে চলেছে। তারা কোনো পয়েন্ট নষ্ট করেনি। ২৯ ডিসেম্বর দুদল লড়বে। কোনো পয়েন্ট নষ্ট না করে মুখোমুখি হলে ২৯ ডিসেম্বর যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। ড্র হলে রিপ্লে ম্যাচ অনুষ্ঠিত হবে। সাবিনা খাতুনের নেত্বত্বে বাংলাদেশ নারী জাতীয় দল প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়। দলের অধিকাংশই ছিলেন বসুন্ধরা কিংসের ফুটবলার। তারাই মূলত আতাউর রহমান কলেজের বিপক্ষে অলিখিত ফাইনালে লড়বে। তাই বসুন্ধরা কিংসের সম্ভাবনা রয়েছে ঘরোয়া ফুটবলে আরেকটি ইতিহাস গড়ার।

 আশা করা যাচ্ছে ঘরোয়া ফুটবলে আরেক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে কিংস।

সর্বশেষ খবর