সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এ বছর ৫ টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এ বছর ৫ টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা নতুন বছর শুরু করছে বিপিএল দিয়ে। ৭ দলের বিপিএল মাঠে গড়াবে ৬ জানুয়ারী। ফাইনাল ১৬ ফেব্রুয়ারী। বিপিএল শেষে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট শুরু মার্চে। ঘরের মাঠে আতিথেয়তা দেবে ওয়ানডে ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। চলতি বছর তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলবে। ৫০ ওভারের বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে। চলতি বছর ৫০ ওভারের এশিয়া কাপও অনষ্ঠিত হবে। পাকিস্তানে এশিয়ার ৬টি দল খেলবে জুলাইয়ে। চলতি বছর সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল খেলবে ৫টি টেস্ট। বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া ওয়ানডে খেলবে ১৮টি এবং টি-২০ খেলবে ১৬টি।

বাংলাদেশ ৫টি টেস্ট খেলবে ঘরের মাঠে তিন সিরিজে। মার্চ-এপ্রিলে একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ২টি টেস্ট খেলবে জুনে এবং নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট। মার্চে বেন স্টোকস, জশ বাটলারের ইংল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে টাইগাররা। মার্চ-এপ্রিলে ঘরের মাঠে আয়ারল্যান্ডের একটি টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবেন তামিম, সাকিবরা। মে মাসে টাইগাররা খেলতে যাবে আয়ারল্যান্ডে। সেখানে ৩ ওয়ানডে ছাড়াও খেলবে ৪টি টি-২০ ম্যাচ। জুনের প্রচন্ড গরমে রশিদ খান, মোহাম্মদ নবীদের আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। জুলাইয়ে এশিয়া কাপ পাকিস্তানে। সেপ্টেম্বরে তামিম বাহিনী আতিয়েথয়তা দেবে নিউজিল্যান্ডকে। সিরিজ ৩ ম্যাচের। ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের এটা শেষ প্রস্তুতি সিরিজ। অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ।  নভেম্বরে টাইগাররা ঘরের মাঠে ২টি টেস্ট খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ডিসেম্বরে তামিম, সাকিবরা নিউজিল্যান্ড সফর করবে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে।     

সর্বশেষ খবর