শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রিয়ালের মাঠে বার্সার এল ক্ল্যাসিকো জয়

ক্রীড়া ডেস্ক

রিয়ালের মাঠে বার্সার এল ক্ল্যাসিকো জয়

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্ল্যাসিকো জয় করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার কোপা দেল রে কাপে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও আত্মঘাতী গোল করে প্রতিপক্ষকে জয় উপহার দেন। কোপা দেল কাপের অপর সেমিফাইনালের প্রথম লেগে ওসাসুনা ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে।

কোপা দেল রে কাপে মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে ১৬ বারই জিতল বার্সেলোনা। ১২ বার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি আটবার ড্র করেছে দুই দল। ২০১৮-১৯ মৌসুমেও কোপা দেল রে কাপের সেমিতে দেখা হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বীর। সেবার প্রথম লেগে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্রয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। সেই মৌসুমে ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় কাতালানরা। আরও একবার কোপা দেল রে কাপের সেমিতে মুখোমুখি দুই দল। এবার প্রথম লেগ জিতে এগিয়ে থাকল বার্সেলোনা। দ্বিতীয় লেগে ড্র করলেই ফাইনাল নিশ্চিত করত জাভি হার্নান্দেজের দল। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে অন্তত ২-০ গোলে জিততে হবে ন্যু ক্যাম্পের লড়াইয়ে। ৫ এপ্রিল দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। চলতি মৌসুমে লা লিগা ও কোপা দেল রে কাপ নিয়েই কেবল ভাবছেন জাভি হার্নান্দেজ। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের বাধাই পাড়ি দিতে পারেনি দলটা। উয়েফা ইউরোপা লিগেও টিকে থাকতে পারেনি। তাদের সামনে এখন কেবল দুই ট্রফি জয়ের সুযোগ আছে। লা লিগায় ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

সর্বশেষ খবর