শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চান্দু স্টেডিয়ামে বিসিবির লোকবল প্রত্যাহার

চান্দু স্টেডিয়ামে বিসিবির লোকবল প্রত্যাহার

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে মালামাল ও ১৭ জন কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে বিসিবি। এমন ঘটনায় ক্ষুব্ধ জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিসিবির এ সিদ্ধান্তকে হঠকারী বলছেন। এ ঘটনার প্রতিবাদে স্টেডিয়ামের সামনে গতকাল বিকালে এআরসি স্পোর্টিং ক্লাব ও সচেতন বগুড়াবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ না হলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হয়। অথচ সেখান থেকে বিসিবি নিজেদের গুটিয়ে নিয়েছে। ২ মার্চ বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জাতীয় ক্রীড়া পরিষদকে একটি চিঠি দিয়ে জানান, বিগত কয়েক বছর বগুড়া ক্রীড়া সংস্থার অসহযোগিতার ফলে শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়মিতভাবে টুর্নামেন্ট/লিগ আয়োজন করা সম্ভবপর হচ্ছে না। জেলা ক্রীড়া সংস্থা একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে বিসিবির সিইওকে। -নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

 

সর্বশেষ খবর