বাংলাদেশের নারী ফুটবল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়ন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ফিরে গেছেন। সেখান থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি আর কখনই জাতীয় দলে ফিরবেন না। সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়েছেন। স্বপ্নার অবসরের ঘোষণার দিন দেশের মহিলা ফুটবলের সবচেয়ে সফল কোচ গোলাম রব্বানি ছোটনও জাতীয় দল ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। দুদিন আগে ক্যাম্প ছেড়ে দেন দেশসেরা ডিফেন্ডার আঁখি খাতুন। এর আগে আনুচিং মগিনি ও সাজেদা খাতুন বিদায় নেন ফুটবল থেকে। একটি অস্থিরতা বিরাজ করছে নারী ফুটবলে। বাফুফে এ নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে না। বাফুফে ফুটবলারদের ফিরিয়ে আনার বিষয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করছে না। স্বপ্না গতকাল একটি মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি আর কখনই ফুটবলে ফিরবেন না, ‘খেলা ছেড়েছি। ফুটবলের সঙ্গে থাকার আর কোনো ইচ্ছা নেই। খেলোয়াড় হিসেবে তো নয়-ই, ভবিষ্যতে অন্য কোনোভাবেও ফুটবলের সঙ্গে থাকব না।’ তার এ বক্তব্যেই স্পষ্ট, কতটা হতাশ তিনি। কতটা বিরক্ত বাফুফের কার্যক্রমের ওপর।