প্রথম ম্যাচে আকবর আলীর হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট ৭৭ রানে হারিয়েছিল শক্তিশালী মেলবোর্ন রেনেগেডসকে। ৯ দলের টপ অ্যান্ড টি-২০ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হেরে যায় তাসমানিয়ান স্ট্রাইকার্সের কাছে। গতকাল ডারউইন টিআইএ স্টেডিয়ামে ব্যাটারদের হতশ্রী ব্যাটিংয়ে হার মানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে। অ্যাডিলেড ১৪ বল হাতে রেখে এইচপির ১৪৭ রান টপকে যায় মাত্র ২ উইকেট হারিয়ে। একই মাঠে অস্ট্রেলিয়া ক্রিকেট টেরিটরি আজ মুখোমুখি হবে এইচপির। টুর্নামেন্টে আকবরদের এটা চার নম্বর ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে আকবররা পাত্তাই পাননি অ্যাডিলেড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান করে। ৬ ওভার পাওয়ার প্লেতে একে একে আউট হন জাতীয় দলে খেলা তিন ক্রিকেটার তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। ছন্দে থাকা পারভেজ ইমন সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৮ রানে। পুরোপুরি ব্যর্থ হয়েছেন তানজিদ ও আফিফ। তানজিদ ১ ও আফিফ ২ রান করেন। আরেক ওপেনার জিসান আলম একটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন ২১ বলে। অধিনায়ক আকবর খেলেন ৩৬ রানের ইনিংস। বাঁ হাতি শামীম সর্বোচ্চ ৪২ রান করেন ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায়। ২০ ওভারে ১৪৮ রান টার্গেট। আহামরি নয়। সেই টার্গেট অনায়াসে ১৭.৪ ওভারে টপকে যায় অ্যাডিলেড। দলকে জয়ী করেন ওপেনার জ্যাক উইন্টার ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে। তিনি ম্যাচসেরাও হন।
সংক্ষিপ্ত স্কোর
অ্যাডিলেড স্ট্রাইকার্স
১৪৮/২, ১৭.৪ ওভারে (জ্যাক উইন্টার ৮২, কান ০, ম্যাকফেইডেন ৩৮, ক্যাইস ২৩*। রিপন মণ্ডল ৩-০-২৭-১, আবু হায়দার রনি ৩-০-১৭-১, রাকিবুল হাসান ৩-০-৩০-০, আফিফ হোসেন ধ্রুব ২-০-১৭-০, ওয়াসি ৩-০-২৮-০, মাহফুজুর রহমান ৩.৪-০-২৯-০)
বাংলাদেশ এইচপি
১৪৭/৮, ২০ ওভারে (জিসান হাসান ২৬, তানজিদ তামিম ১, পারভেজ হোসেন ইমন ৮, আফিফ হোসেন ধ্রুব ২, আকবর আলী ৩৬, শামীম পাটোয়ারী ৪২, আবু হায়দার রনি ৮, মাহফুজুর রহমান ১৬, রাকিবুল হাসান ১*, ওয়াসি ৪*। স্কট ৪-০-১৯-১, ওকলি ৩-০-৩১-৩, ম্যাকফেইডেন ২-০-৭-১, ও’কোনেল ২-০-৩১-০, মানেন্তি ৪-০-৩১-৩, পোপ ৪-০-২৭-০)