দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সংস্কার প্রস্তাব দিতে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মো. জোবায়দুর রহমান রানাকে সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার। প্রজ্ঞাপনে বলা হয়, সার্চ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর আলোকে ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় পর্যালোচনা করে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে প্রস্তাব আকারে পেশ করবে। ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্মকাণ্ডসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিশদ পর্যালোচনা করে সুপারিশমালা প্রণয়ন করবে।
এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া-১) এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।