কিছুক্ষণ পরেই ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের উদ্বোধনী পর্দা উঠছে। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশের মাধ্যমে স্বাগত জানানো হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে প্রায় চার ঘণ্টার বিসিবি সেলিব্রেশন কনসার্ট সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চ্যানেল নাইন। সহযোগিতা করছে ইভেন্ট আয়োজক গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশনস।
মেগা কনসার্ট অনুষ্ঠানে বাংলাদেশের তারকা-শিল্পীদের মধ্যে গাইবেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, মমতাজসহ বিভিন্ন শিল্পী। এ ছাড়া থাকছে এলআরবি, মাইলস, সোলস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস সুরের মূর্ছনাও।
গান গাইবেন এ আর রহমান, উদিত নারায়ণ, জাভেদ আলী, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, আনন্দন শীবামনি অহর দ্বীপ কৌড়। এ আর রহমানের নেতৃত্বে প্রায় ১৩০ জনের একদল গাইয়ে মঞ্চ মাতাতে সরব থাকবেন প্রায় দুই ঘণ্টা। সঙ্গে আরো থাকছেন আমেরিকান হার্টথ্রুব আরএন্ডবির একন।
মেগা কনসার্টে আইসিসি অফিসিয়াল ইভেন্ট গান 'চার ছক্কা হই হই' গাইবেন পান্থ কানাই, কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা আর তাপস। সঙ্গে বাজবে বিসিবির স্বাগত সংগীত-উড়ছে শান্তির পায়রা; গাইবেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল।