পাকিস্তানকে ওয়ানডেতে দুই ম্যাচ হারিয়েছিল সালমারা। মনে হয়েছিল টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের মেয়েদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। না সে ধারণা পাল্টিয়ে দিয়েছে ভারত। কেননা টি-২০তে টানা তিন ম্যাচ জিতে সালমাদের হোয়াইটওয়াশ করেছে তারা। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল। গতকাল কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-২০ শেষ ম্যাচে ভারত ৭ উইকেটে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮১ রান সংগ্রহ করে। ৪১ বলে সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক সালমা খাতুনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার আয়েশা রহমান। বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। গওহর সুলতানা ও শ্রাবন্তী ৩টি করে উইকেট পান। মাত্র ৮১ রানে খেলতে নেমে ভারতকে মোটেই চাপের মধ্যে পড়তে হয়নি। ২০ বল বাকি থাকতে ২ উইকেটের বিনিময়ে তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। লতিকা কুমারি সর্বোচ্চ ৩৬, শিখা পান্ডে ২৬ রান তোলেন। সালমা ও জাহানারা ১টি করে উইকেট ঝুলিতে পুড়েন।