মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে হাঁটা শুরু করেছে নেপাল। শক্তির মানদণ্ডে অনেকটা পার্থক্য নেপালের সঙ্গে আরব আমিরাতের। পার্থক্য ফতুল্লার উইকেটে পরিষ্কার বোঝা গেল আমিরাতের বিপক্ষে ৬ উইকেটে হারের পর। টি২০ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে আমিরাত ফিল্ডিং বেছে নেয়। নেপালের ব্যাটিং শক্তি সম্পর্কে ধারণা ছিল আমিরাতের। যে কারণে ২০ ওভারে ৯৫ রানে অলআউট করতে সক্ষম হয়। আর জবাবে সাত বল বাকি রেখেই ৪ উইকেটে ৯৯ রান জমা করে ফেলে।
নেপালের পক্ষে ওপেনার কাহকুরিল ২৮, মিডল অর্ডারে কাডকা ২৭ রান, শেষ দিকে রিগমির ১০ রান ছিল উল্লেখ করার মতো ব্যক্তিগত স্কোর। ৯৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার আমজাদ আলী শূন্য রানে আর আহমেদ রেজা সাত রানে সাঁজ ঘরে ফেরত যান। এরপর ব্যক্তিগত ১৫ রানে ওয়ান ডাউনে নামা কাওরান খানকে ফেরত যেতে বাধ্য করলেও মিডল অর্ডারে পাটিল আর সাইমান আনোয়ার টিকে থাকেন। ৩৩ রান করে পাটিল ক্যাচ আউট। আর সাইমান ৩০ এবং রোহান মুস্তাফা ১০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে।