দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
আজ ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। শুরুটা ভালো কাটেনি। স্কোর বোর্ডে ৬৩ রান জমা করতেই প্রথম সারির তিন উইকেটের পতন হয়। চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ১১৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিক-সাকিব দুজনের ঝুলিতেই উঠেছে অপরাজিত অর্ধশত। ৩০ বলে আট চার ও দুই ছয়ে ৫৯ রান করেন মুশফিকুর রহিম। ৩২ বলে সাত চার এক ছয়ে ৫৮ রান করেন সাকিব আল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের বোলারদের তোপের মুখে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এছাড়া ৩৫ রান করেন স্টুয়ার্ট থমসন। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।