শিরোনাম
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড় গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
সব ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন ধোনি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
১৯৮৩ সালে বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারত। এরপর দীর্ঘ খরা। কোনো বড় টুর্নামেন্ট জেতা হয়নি দলটির। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে প্রথম বড় কোনো শিরোপা জিতে ভারত। সেটা ছিল আবার টি-২০ বিশ্বকাপের প্রথম আসর। এরপর ধোনির নেতৃত্বে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটেরও শিরোপা জিতে ভারত। এবার বাংলাদেশে প্রথমবারের মতো বসছে টি-২০ বিশ্বকাপ আসর। আসরে অংশ নিতে কাল ধোনির নেতৃত্বে ঢাকায় এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য দিন কয়েক আগে ঢাকায় এশিয়া কাপ খেলে গেছে দলটি। ব্যর্থ সেই দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ইনজুরি থেকে ফিরেই আবার দায়িত্ব বুঝে নিয়েছেন ধোনি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ভালো সময় কাটছে না দলটির। এবারের আসরের অন্যতম ফেবারিট দলটি। কিন্তু তেমনটি ভাবছেন না দলটির অধিনায়ক। গ্রুপে পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল থাকার পরও সব দলকেই গুরুত্ব দিচ্ছেন সমভাবে।
আসরে ভারতের প্রথম ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২১ মার্চ। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতলে মানসিকভাবে ছাড়াও এগিয়ে যাবে বেশ কিছু ধাপ। তবে ভারতীয় অধিনায়ক প্রথম ম্যাচ নিয়ে ভাবছেন না, ‘আমরা শুধু প্রথম ম্যাচ (পাকিস্তান) নিয়ে ভাবছি না। আসরের প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টি-২০’র গত আসরে মাত্র একটা ম্যাচ হেরেছিলাম। তাতেই ছিটকে পড়েছিলাম আসর থেকে। তাই আলাদা করে কোনো ম্যাচ নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুতপূর্ণ। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নেব।’
বিশ্বচ্যাম্পিয়ন কিন্তু কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছে না দলটি। তারপরও এই প্রভাব টি-২০ বিশ্বকাপে পড়বে না বলেই মনে করছেন ধোনি, ‘টি-২০ বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের খেলা। দেশের বাইরে বেশ কয়েকটি সিরিজ আমরা ভালো খেলিনি। তবে আমি মনে করিনা টি-২০ বিশ্বকাপে এর কোনো প্রভাব পড়বে।’ সেমিফাইনাল খেলতে হলে ভারতকে সামলাতে হবে পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দুর্ধর্ষ দলকে। এরমধ্যে অস্ট্রেলিয়া রয়েছে চূড়ান্ত ফর্মে। তবে আলাদা করে কোনো প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ ভারতীয় অধিনায়ক, ‘আসরের সব দলই শক্ত প্রতিপক্ষ।’
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর