স্বাগতিকদের বিপক্ষে খেলা আজ। চাপে থাকার কথা থাকলেও বাড়তি কোনো চাপে নেই আফগানরা। বরং ঘরের মাঠ এবং সমর্থকদের সামনে উল্টো বাংলাদেশ চাপে থাকবে বলেন আফগান অধিনায়ক, 'আমরা রিল্যাঙ্ ক্রিকেট খেলব। ঘরের মাঠ, নিজেদের সমর্থকদের সামনে খেলা বলে চাপে থাকবে বাংলাদেশ। এশিয়া কাপে আমাদের কাছে তারা হেরেছিল। তাই চাপটা তাদের ওপরই থাকবে বেশি।' এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ৩২ রানে জিতেছিল আফগানিস্তান। স্বাগতিকদের সেই দলে ছিল না তিন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা। আজকের ম্যাচে এরা তিনজনই খেলবেন। তাই শক্তিও বাড়বে টাইগারদের। এদের অন্তর্ভুক্তি নিয়ে তাই বলে মোটেই চিন্তিত নন নবী, 'আমরা নামের বিপক্ষে খেলব না। আমরা ম্যাচ খেলব। সাকিব, তামিম, মাশরাফি যেই খেলুক না কেন, এ নিয়ে বাড়তি কোনো চাপ নেই আমাদের ওপর।'