প্রথম এশিয়ান গ্রাঁ প্রিঁ আরচারিতে স্বর্ণ জয় করেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। গতকাল থাইল্যান্ডে অনুষ্ঠিত রিকার্ভ ইভেন্টে পুরুষ বিভাগে ফাইনালে রাশিয়ার সাইবেকদোরঝিভ বেয়ারকে ৬-৪ সেটে হারিয়ে স্বর্ণ পদক জিতেন সানা। অন্যদিকে মিশ্র দলগত বিভাগে বাংলাদেশের রুমান সানা ও মাথুই মারমা ব্রোঞ্জ মেডেল ম্যাচে হংকংয়ের সুই চাং ইয়ান ও লি কর ওয়াই ক্যালভিনের কাছে ৫-৪ পয়েন্টে হেরে চতুর্থ স্থান অর্জন করেন।