টি-টোয়েন্টি-২০১৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। আফগানদের মোকাবেলায় বড় তারকাদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি মর্তুজা সবাই খেলবেন আজ। তবে ব্যাটসম্যান মুমিনুল হক ও স্পিন অলরাউন্ডার সোহাগ গাজী এই ম্যাচে খেলছেন না।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, আল আমিন হোসেন ও আবদুর রাজ্জাক।
আফগানিস্তান দল:
মোহাম্মদ নবি, আফতাব আলম, আজগর স্টেনিগজাই, দৌলত জর্দান, গুলবাদিন নাইব, হামঝা হোতাক, করিম সাদিক, মিরওয়াইস আশরাফ, মোহাম্মদ শেহজাদ, নাজিব তারাকাই, নাজিবুল্লাহ জর্দান, নওরোজ মঙ্গল, সলিমুল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ ও শাপুর জর্দান।