প্রথম বলেই এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। এরপর থেকেই ব্যাটিং বিপর্যয়। দলীয় ৪৯ রানেই পাঁচটি উইকেট খুঁইয়েছে তারা।
মাশরাফি, সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের পর এবার আফগান ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন আবদুর রাজ্জাকও। দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার এই ওপেনার।
এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের করা সপ্তম ওভারের প্রথম বলে সাব্বির রহমানের সরাসরি থ্রো থেকে রান আউটের শিকার হন নওরোজ মঙ্গল। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। এর আগে ইনিংসের ষষ্ঠ ওভারে আফগানিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওই ওভারটির দ্বিতীয় বলে দারুণ খেলতে থাকা গুলবাদিন নাইবকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানান সাকিব। এর পরের বলে নাজিব তারাকাইকেও ফেরান তিনি।
তারও আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বলেই বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদকে আউট করেন। ফলে স্কোরবোর্ডে কোনও রান না তুলতেই উইকেট হারায় আফগানরা।