শ্রীলংকার সেরা ব্যাটসম্যান হিসেবে খ্যাত কুমার সাঙ্গাকারা ক্রিকেটের টি ২০ ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন। বাংলাদেশে চলমান আইসিসি টি ২০ বিশ্বকাপের পরই তিনি অবসর নিবেন বলে ঘোষণা দেন।
৩৬ বছর বয়সী উইকেটকিপারকাম এই সেরা ব্যাটসম্যান বলেন, বাংলাদেশে চলমান টি ২০ বিশ্বকাপই হচ্ছে আমার শেষ টি ২০ টুর্নামেন্ট।
'সানডে আইল্যান্ডস' সাঙ্গাকারাকে উদ্ধৃত করে জানায়, 'অবশ্যই কোনো সন্দেহ নেই যে, এই টুর্নামেন্টই হবে আমার শেষ কোনো টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণ। এর পর আমি আর কোনো আন্তর্জাতিক টি ২০ ম্যাচে খেলব না। এটা খুব দুঃখজনক তবে এটাই সত্য। '
তবে সাঙ্গাকারা এখনই তার টি ২০ ক্যারিয়ারের সমাপ্তি টানতে চান না বলে জানান। তিনি বলেন, ' আমি ফ্রাঞ্চাইজ ভিত্তিক টি ২০ টুর্নামেন্ট বা ম্যাচে অংশ নিতে চাই।'
উল্লেখ্য. সাঙ্গাকারা এ পর্যন্ত অনুষ্ঠিত ৫টি টি ২০ বিশ্বকাপের সবকটিতেই অংশ নিয়েছেন।