অস্টম ওভারের চতুর্থ বলে এসে প্রথম উইকেট হারালো টাইগাররা। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আফগান স্পিনার সলিমুল্লাহ শেনওয়ারির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। দলীয় ৪৫ রানের সময় আউট হন তিনি। তার পরিবর্তে মাঠে এসেছেন সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সময় বাংলাদেশ ৯.২ ওভার শেষে এক উইকেটে ৫১ রান। এক প্রান্তে ব্যাট করছেন সাকিব আল হানান ও অন্য প্রান্তে আছেন আনামুল হক।