আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়ে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ। আজ আফগানদের হারিয়ে জয়ী হবে টাইগাররা- এটা যেন খেলার শুরুতেই নির্ধারণ হয়ে গিয়েছিল। অন্তত গ্যালারিতে উপস্থিত ক্রিকেট প্রেমীরা এটাই ধারণা করছিলেন। এমন ধারণা পেছনে সবচেয়ে বড় কারণ হলো, প্রথম বলেই আফগানদের উইকেট পতন।
শুরুটা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার প্রথম বলে মোহাম্মদ শাহজাদ কভারে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর তালুবন্দি হন। প্রথম ওভারে ডানহাতি পেসার দিলেন মাত্র একটি রান, পেলেনও একটি উইকেট।
আর শেষ করলেন এনামুল। সামিউল্লাহর বলে লংঅনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি।
রবিবার আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে মাশরাফি মুর্তজার উইকেট নেওয়ার উল্লাস শেষ পর্যন্ত ছিল। সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এক নিমিষেই গুটিয়ে গেল আফগানরা। ৭৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিং ক্রিজে নেমে এনামুল হকের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। আর কোনও উইকেট না হারিয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ।
অষ্টম ওভারের চতুর্থ বলে বাঁহাতি এই ওপেনার সামিউল্লাহ সেনওয়ারির এলবিডব্লুর ফাঁদে পড়েন। ২৭ বলে ২১ রানে তিনি আউট হলেও সহজ জয়ের পথে স্বাগতিকরা। এনামুলের সঙ্গে ব্যাটিং ক্রিজে ছিলেন সাকিব আল হাসান।