বদলে গেছে কোলাহলপূর্র্ণ রাজধানী ঢাকার চেহারা। চারিদিকে মোহাচ্ছন্ন এক আবহ। মায়াবী পরিবেশ। রাজধানীর নতুন চেহারার সঙ্গে অজানা এক মন্ত্রে রাতারাতি বদলে গেছেন মুশফিকুর রহিমরাও! জিয়ন কাঠির স্পর্শে গভীর ঘুম ভেঙে মুশফিকরা হয়ে উঠেছেন জীবন্ত, প্রাণবন্ত, উজ্জীবিত, উদ্দীপ্ত।
কাল টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চেনাই যাচ্ছিল না মুশফিকুর রহিমদের। টলটলায়মান আত্মবিশ্বাসকে পাথর চাপা দিয়ে কাল নুতনরূপে মাঠে নেমেছিলেন টাইগাররা। তাদের শারীরিক ভাষায় ফুটে উঠেছিল ঘুরে দাঁড়ানোর স্পৃহা, আকাক্সক্ষা। সে সঙ্গে চোখে মুখে ছিল প্রতিশোধের উদগ্র বাসনা। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক রাজদের বোলিং আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়েছেন মোহাম্মদ নবীরা। নীল হয়েছেন নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায়। অলআউট হয়েছেন মাত্র ৭২ রানে। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দেশের সর্বনিম্ন স্কোর এটা।
এশিয়া কাপে আফগানদের কাছে পরাজয়ে চারিদিকে হারানোর হাহাকার পড়ে গিয়েছিল। ছিড়ে গিয়েছিল তানপুরার তার। টানা ৯ হারে ক্রিকেটারদের মনে হচ্ছিল কিসের চাপে যেন নুইয়ে পড়েছেন তারা। সেই ক্রিকেটারদেরই কাল দেখা গেল মিরপুরের সবুজ ঘাসে আত্মবিশ্বাসের পাখায় চড়ে উড়তে। ম্যাচের প্রথম বল থেকেই আফগানদের উপর চড়াও হয়ে পড়েন মুশফিকরা। মাশরাফিদের চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়েন আফগানরা। মাত্র ১৭.১ ওভারে গুটিয়ে যায় আফগানরা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে এটা আফগানিস্তানের সর্বনিু রান। ২০১২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। ২০১০ সালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার কাছেও ৮০ রানে অলআউট হয়েছিল আফগানরা। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটা সর্বনিু স্কোর। এর আগে ২০১২ সালে বেলফাস্টে ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান করেছিল আয়ারল্যান্ড।
ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত এক ক্যাচ নেন মাহমুদুল্লাহ। সেই শুরু। এরপর টাইগাররা নিয়মিত আঘাত হেনেছে আফগান শিবিরে। গুঁড়িয়ে দিয়েছেন আফগানদের সব প্রতিরোধ। প্রথম উইকেট হারানোর পরের ৫ ওভার প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেছিল আফগানিস্তান। কিন্তু মুশফিকবাহিনীর ‘মূল অস্ত্র’ স্পিন আসার পরই ধীরে ধীরে পাল্টে যেতে বসেছে ম্যাচের চিত্র। বিশেষ করে ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে আসরের প্রথম হ্যাটট্রিকের আশা জাগিয়ে তুলেন সাকিব। অবশ্য হ্যাটট্রিক হতে পারত। কিন্তু লং অনে সাব্বির রহমান রুম্মন যেভাবে ক্যাচ ফেলেছেন গুলবদন নাইবের, তখন অজানা শঙ্কায় কেঁপে উঠেছিল বুক। অবশ্য পরের বলেই সাজঘরে ফিরেন গুলবদন। লং অন থেকে প্রায় ১০ মিটার দৌড়ে ওয়াইডিশ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নেন সাব্বির। পরের বলে টার্ন বুঝতে না পেরে নাজিব তারাকাই কাভারে সহজ ক্যাচ দেন নাসির হোসেনকে। হ্যাটট্রিক বলে পুরোপুরি পরাস্থ হন ব্যাটসম্যান। কিন্তু হ্যাটট্রিক হয়নি। সাকিবের ওই ওভারের পর আর পিছনে ফিরে তাকায়নি মুশফিকবাহিনী। সপ্তম ওভারের প্রথম বলেই শর্ট স্কয়ারলেগ থেকে সরাসরি থ্রোতে নওরোজ মঙ্গলকে রান আউট করেন সাব্বির। আরও একটি দুর্দান্ত রান আউট করেন ফরহাদ রেজা। দুই দুটি নজরকাড়া ক্যাচ নেন মাহমুদুল্লাহ। সব মিলিয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল টাইগারদের।
শুধু দুর্দান্ত ফিল্ডিংই নয়, দলের সবচেয়ে মিতব্যয়ী বোলিংও করেন মাহমুদুল্লাহ। দুই স্পেলে চার ওভার বোলিং করে ৮ রানের খরচে নেন ১ উইকেট। সফল বোলার ছিলেন সাকিব, ৩.১ ওভারে ৮ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। কাল মুশফিক ব্যবহার করেছেন সাত বোলার। এর মধ্যে চারজন ছিলেন স্পিনার। চার স্পিনার ১২.১ ওভারে ৩৭ রানের খরচে নেন ৬ উইকেট। এর মধ্যে সাব্বির এক ওভারে মাত্র এক রান দেন। দুর্দান্ত পারফরম্যান্স করা দলের মধ্যে শুধুমাত্র অনুজ্জ্বল ছিলেন পেসার আল-আমিন। ২ ওভারে ৯ গড়ে রান দিয়েছেন ১৮। আর দৃষ্টিকটূ ছিল সাব্বিরের সহজ ক্যাচ। এছাড়া পুরো ম্যাচেই বাংলাদেশ ছিল দুর্দমনীয়। বাংলাদেশের জয়ের দিনেও সাকিবকে জরিমানা গুনতে হচ্ছে। অসৌজন্যমূলক আচরণের জন্য তিনি ও আফগান দৌলতকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে।
শিরোনাম
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড় গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
এ এক অন্য বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর