বদলে গেছে কোলাহলপূর্র্ণ রাজধানী ঢাকার চেহারা। চারিদিকে মোহাচ্ছন্ন এক আবহ। মায়াবী পরিবেশ। রাজধানীর নতুন চেহারার সঙ্গে অজানা এক মন্ত্রে রাতারাতি বদলে গেছেন মুশফিকুর রহিমরাও! জিয়ন কাঠির স্পর্শে গভীর ঘুম ভেঙে মুশফিকরা হয়ে উঠেছেন জীবন্ত, প্রাণবন্ত, উজ্জীবিত, উদ্দীপ্ত।
কাল টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চেনাই যাচ্ছিল না মুশফিকুর রহিমদের। টলটলায়মান আত্মবিশ্বাসকে পাথর চাপা দিয়ে কাল নুতনরূপে মাঠে নেমেছিলেন টাইগাররা। তাদের শারীরিক ভাষায় ফুটে উঠেছিল ঘুরে দাঁড়ানোর স্পৃহা, আকাক্সক্ষা। সে সঙ্গে চোখে মুখে ছিল প্রতিশোধের উদগ্র বাসনা। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক রাজদের বোলিং আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়েছেন মোহাম্মদ নবীরা। নীল হয়েছেন নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায়। অলআউট হয়েছেন মাত্র ৭২ রানে। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দেশের সর্বনিম্ন স্কোর এটা।
এশিয়া কাপে আফগানদের কাছে পরাজয়ে চারিদিকে হারানোর হাহাকার পড়ে গিয়েছিল। ছিড়ে গিয়েছিল তানপুরার তার। টানা ৯ হারে ক্রিকেটারদের মনে হচ্ছিল কিসের চাপে যেন নুইয়ে পড়েছেন তারা। সেই ক্রিকেটারদেরই কাল দেখা গেল মিরপুরের সবুজ ঘাসে আত্মবিশ্বাসের পাখায় চড়ে উড়তে। ম্যাচের প্রথম বল থেকেই আফগানদের উপর চড়াও হয়ে পড়েন মুশফিকরা। মাশরাফিদের চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়েন আফগানরা। মাত্র ১৭.১ ওভারে গুটিয়ে যায় আফগানরা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে এটা আফগানিস্তানের সর্বনিু রান। ২০১২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। ২০১০ সালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার কাছেও ৮০ রানে অলআউট হয়েছিল আফগানরা। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটা সর্বনিু স্কোর। এর আগে ২০১২ সালে বেলফাস্টে ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান করেছিল আয়ারল্যান্ড।
ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত এক ক্যাচ নেন মাহমুদুল্লাহ। সেই শুরু। এরপর টাইগাররা নিয়মিত আঘাত হেনেছে আফগান শিবিরে। গুঁড়িয়ে দিয়েছেন আফগানদের সব প্রতিরোধ। প্রথম উইকেট হারানোর পরের ৫ ওভার প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেছিল আফগানিস্তান। কিন্তু মুশফিকবাহিনীর ‘মূল অস্ত্র’ স্পিন আসার পরই ধীরে ধীরে পাল্টে যেতে বসেছে ম্যাচের চিত্র। বিশেষ করে ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে আসরের প্রথম হ্যাটট্রিকের আশা জাগিয়ে তুলেন সাকিব। অবশ্য হ্যাটট্রিক হতে পারত। কিন্তু লং অনে সাব্বির রহমান রুম্মন যেভাবে ক্যাচ ফেলেছেন গুলবদন নাইবের, তখন অজানা শঙ্কায় কেঁপে উঠেছিল বুক। অবশ্য পরের বলেই সাজঘরে ফিরেন গুলবদন। লং অন থেকে প্রায় ১০ মিটার দৌড়ে ওয়াইডিশ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নেন সাব্বির। পরের বলে টার্ন বুঝতে না পেরে নাজিব তারাকাই কাভারে সহজ ক্যাচ দেন নাসির হোসেনকে। হ্যাটট্রিক বলে পুরোপুরি পরাস্থ হন ব্যাটসম্যান। কিন্তু হ্যাটট্রিক হয়নি। সাকিবের ওই ওভারের পর আর পিছনে ফিরে তাকায়নি মুশফিকবাহিনী। সপ্তম ওভারের প্রথম বলেই শর্ট স্কয়ারলেগ থেকে সরাসরি থ্রোতে নওরোজ মঙ্গলকে রান আউট করেন সাব্বির। আরও একটি দুর্দান্ত রান আউট করেন ফরহাদ রেজা। দুই দুটি নজরকাড়া ক্যাচ নেন মাহমুদুল্লাহ। সব মিলিয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল টাইগারদের।
শুধু দুর্দান্ত ফিল্ডিংই নয়, দলের সবচেয়ে মিতব্যয়ী বোলিংও করেন মাহমুদুল্লাহ। দুই স্পেলে চার ওভার বোলিং করে ৮ রানের খরচে নেন ১ উইকেট। সফল বোলার ছিলেন সাকিব, ৩.১ ওভারে ৮ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। কাল মুশফিক ব্যবহার করেছেন সাত বোলার। এর মধ্যে চারজন ছিলেন স্পিনার। চার স্পিনার ১২.১ ওভারে ৩৭ রানের খরচে নেন ৬ উইকেট। এর মধ্যে সাব্বির এক ওভারে মাত্র এক রান দেন। দুর্দান্ত পারফরম্যান্স করা দলের মধ্যে শুধুমাত্র অনুজ্জ্বল ছিলেন পেসার আল-আমিন। ২ ওভারে ৯ গড়ে রান দিয়েছেন ১৮। আর দৃষ্টিকটূ ছিল সাব্বিরের সহজ ক্যাচ। এছাড়া পুরো ম্যাচেই বাংলাদেশ ছিল দুর্দমনীয়। বাংলাদেশের জয়ের দিনেও সাকিবকে জরিমানা গুনতে হচ্ছে। অসৌজন্যমূলক আচরণের জন্য তিনি ও আফগান দৌলতকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে।
শিরোনাম
- গাজীপুরে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
- রাজধানীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
- হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন
- দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
- গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
- কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সময়সীমা বেঁধে দিলেন এসপি
- অধ্যাদেশের দাবিতে বুধবার রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে খেলাফত মজলিসের প্রতিনিধি দল
- গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিকগঞ্জে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ রথীনের সমাধিতে শ্রদ্ধা
- যশোরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে মানুষের ঢল
- ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার
- ফেনীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদের শ্রদ্ধা
- জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাবিতে ছাত্র-জনতার বিজয় র্যালি
- প্রথমবারের মতো শাহজালালের তৃতীয় টার্মিনালে নামলো বিমান
এ এক অন্য বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর