দিনটি ছিল ক্রীড়াঙ্গনের। এক সঙ্গে বড় দুই ইভেন্টে বাংলাদেশের সাফল্য। টি-২০ বিশ্বকাপে বাছাইপর্ব লড়াইয়ে আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। অন্যদিকে এশিয়ান গেমস বাছাইপর্ব হকিতে হংকংকেও বাংলাদেশ উড়িয়ে দিয়েছে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বি 'গ্রুপের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ হংকং হলেও কিছুটা টেনশনে ছিলেন হকিপ্রেমীরা। কেননা ২০১০ সালে এই হংকংই ড্র করে রুখে দিয়েছিল বাংলাদেশকে। তাছাড়া সাসপেন্ডের কারণে চার নির্ভরযোগ্য তারকা ছাড়াই বাংলাদেশ খেলতে নামে। না, হংকং এবার কোনো সুবিধা করতে পারেনি। ৫-১ গোলে জয় পেয়ে আসরের শুভ সূচনা করেছে বাংলাদেশ। বিজয়ী দলের চয়ন হ্যাটট্রিক ও নিলয় দুটি গোল করেন। বিজিতের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন আরিফ।