রাতের মিরপুর স্টেডিয়ামকে দেখে মনে হবে কোনো বিয়ের বাড়ি। সাজবাতির রোশনাই আলোয় আলোকিত। অবশ্য দিনের বেলা সেই সৌন্দর্যের হয়তো দেখা মিলবে না। কিন্তু স্টেডিয়ামের আশপাশের সাজ-সজ্জা দেখে মন কিন্তু ভরে যাবে ক্রিকেট পিয়াসীদের। আগারগাঁও থেকে শুরু। রাস্তার ডিভাইডারের তালগাছের মতো এক পায়ে দাঁড়ানো ল্যাম্প পোষ্টগুলোতে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা পতপত করে উড়ে জানান দিচ্ছে টি-২০ বিশ্বকাপের। এছাড়া জায়গায় জায়গায় ‘তোমাদের চোখে স্বপ্ন দেখে বাংলাদেশ’ লেখা বিলবোর্ড। সব মিলিয়ে সাজ সাজ রব টি-২০ বিশ্বকাপকে ঘিরে। আইসিসির সর্ববৃহৎ আসরটির এবারের অয়োজক বাংলাদেশ। ২০০৭ সালে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপের এবারের আসরটি পঞ্চম। পঞ্চম আসরকে সফল করতে এদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমী মেতে উঠেছেন উম্মাদনায়। ক্রিকেটপ্রেমীদের মধ্যে সাড়া ফেলতে গত ১৩ মার্চ ক্রিকেট বোর্ড আয়োজন করে ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’। তাতে গান গেয়ে এ আর রহমান ও অ্যাকন আসরের উম্মাদনার সৃষ্টি করেছেন পুরো দেশকে। উম্মাদনা শেষে কাল শর্টার ভার্সানের বিশ্বকাপ মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে। ম্যাচটির একটি টিকিট পেতে হাহাকার পড়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মাত্র ৫০ টাকার টিকিট বিক্রি হয়েছে হাজার টাকায়। মহিলা জাতীয় দলের ক্যাম্পে বেশ কয়েকবার ডাক পেয়েছেন রিমা আক্তার রিমি। তবে এবারের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাননি। তারপরও ক্রিকেটের টানে সালমা খাতুনদের খেলা দেখতে যাবেন সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। তার আগে কাল এসেছেন জাতীয় দলের খেলা দেখতে। এসেই বিপদে পড়েছেন এই মহিলা ক্রিকেটার। শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট কিনেছেন ২০০০ টাকায়। অথচ স্ট্যান্ডের টিকিটের দাম মাত্র ২০০ টাকা। শুধু এই মহিলা ক্রিকেটারই নন, অনেককেই টিকিট কিনতে হয়েছে বেশ চড়া দামে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফাত বিন তারেক পূর্ব গালারির ৫০ টাকার টিকিট কিনেছেন ৫০০ টাকায়। কালোবাজারিতে চড়া দামে বিক্রয় হয়েছে গ্যালারির টিকিটগুলো। এতে করে দুর্দশা পোহাচ্ছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। অথচ বিসিবির এক শ্রেণীর কর্মকর্তারা নিজ নিজ পরিচিতজনদের কাছে টিকিট বিলিয়েছেন অকাতরে। খেলা শুরুর আগে ‘থিম সং’ পরিবেশিত হয় মাঠে। থিম সংয়ের তালে তালে গ্রামবাংলার পরিচিত ঢাক-ঢোল নিয়ে নেচে গেয়ে মাঠ মাতিয়েছেন বেশ কয়েকজন ঢুলি। চার ছক্কার এই খেলায় গ্যালারি দর্শকদের মজা দিতে মাঠের চার কোনায় রাখা হয় ‘চিয়ার্স বয়’। যারা চার ছক্কার সঙ্গে সঙ্গে ঢাক-ঢোল বাজিয়ে মাতিয়েছেন গ্যালারি।
শিরোনাম
- পর্যটকে মুখর সিলেট
- মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে যশোরে আইইডিসিআরের টিম
- শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে : জামায়াত আমির
- যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প
- বিএনপির কার্যালয় ভাঙচুর : সাবেক এমপি শম্ভুসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা
- টঙ্গীতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
- সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হেফাজতের গণমিছিল
- নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা চরম ধৃষ্টতাপূর্ণ : মামুনুল হক
- অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি : ফয়েজ তৈয়্যব
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
টিকিটের জন্য হাহাকার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর