একের পর এক কীর্তি গড়া লিওনেল মেসি নিজের অর্জনের খাতায় আরেকটি নতুনত্ব সৃষ্টি করলেন। এদিন হ্যাটট্রিক তো করলেনই, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ম্যাচে রিয়াল ভায়োদোয়িদের মাঠে ১-০ গোলে অঘটনের শিকার হয়েছিল কাতালানরা। আগের দিন রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ জয় পাওয়ায় শিরোপা ধরে রাখতে রবিববার চাপও ছিল। কিন্তু ন্যু ক্যাম্পে তাদের কাছে পাত্তাই পেল না ওসাসুনা।
১৮ মিনিটে অ্যালেক্সিস সানচেজের পাস থেকে সহজেই দলকে এগিয়ে নেন মেসি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সানচেজ ও ইনিয়েস্তা ৩-০ করেন। দ্বিতীয়ার্ধে ফিরে আর্জেন্টাইন ফরোয়ার্ড জোড়া গোল পূর্ণ করেন। ইনিয়েস্তার বানিয়ে দেওয়া বলে ৬৩ মিনিটে গোল করে পাউলিনো আলকান্তারাকে টপকে বার্সার সর্বকালের সেরা গোলদাতা হন। মাত্র ২৬ বছর বয়সে কাতালানদের হয়ে ৩৭০তম গোলটি করে থেমে যাননি চারবারের সাবেক বর্ষসেরা।
শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। দানি আলভেজের পাস থেকে দলের ষষ্ঠ ও বার্সা ক্যারিয়ারের ৩৭১তম গোলটি করেন। পেদ্রোকে শেষ গোলটিও বানিয়ে দেন আর্জেন্টাইন তারকা। এর আগে ক্রিস্টিয়ানো তেয়ো একটি গোল পান ৮২ মিনিটে।
ওসাসুনাকে ০-৭ গোলে উড়িয়ে দিলেও আগের মতোই তিন নম্বরে থাকতে হচ্ছে বার্সাকে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৭০) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান চারের। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ।