যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিএনপি পারিবাস ওপেনে ছেলেদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ওয়ার্ল্ড নাম্বার ২ এ তারকা চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে টাই ব্রেকে পয়েন্ট জিতে নিয়ে তৃতীয় সেটে জয় পান। জোকোভিচ প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত ৩-৬, ৬-৩, ৭-৬ সেটে ম্যাচটি জিতে নেন।
গত মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশীপে ফেদেরারের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন জোকোভিচ। তাই এ জয় জোকোভিচের জন্য অনেকটা প্রতিশোধ নেওয়ার মতোই।
অপরদিকে টুর্নামেন্টে মেয়েদের এককে শিরোপা জিতেছেন টুর্নামেন্টের ২০ তম শীর্ষ বাছাই ইতালির ফ্লাভিয়া পেনেতা। তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ তারকা ইনজুরি আক্রান্ত আজনিয়েস্কা রাডভানস্কাকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতে নেন।